কালীবাড়ি চরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামাগ্ৰী সহ বস্ত্র বিতরণ ডিজায়ারের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : কালীবাড়ি চরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামাগ্ৰী সহ বস্ত্র বিতরণ করলেন ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা। মঙ্গলবার দুপুরে শিলচর জানিগঞ্জের কালীবাড়ি চরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের সদস্যদের মধ্যে বিকেলে চাল, ডাল, তেল, মশলা, লবন,বসাবন, বিস্কুট, সব্জি,বপরনের কাপড়, মশারি সহ আরো অন্যান্যরা নিত্যপ্রয়োজনীয় সামাগ্ৰী হাতে তুলে দেন ডিজায়ার ফর লাইফ সংস্থার সর্বভারতীয় মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে সহ আরো অন্যান্য সদস্যরা।

গীতা পাণ্ডে বলেন, কালীবাড়ি চরে মঙ্গলবারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া লক্ষ্মী দাস, সঞ্জয় দাস, শেফালী দাস, সম্পা দাস এই চারটি পরিবার গুলো খোলা আকাশের নিচে আছেন বর্তমানে, অগ্নিসংযোগটি যেকোনোও কারনে হয়েছে বটে, কিন্তু এই চারজন ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় পরিবারের সদস্যদের পিছনে সমাজের সর্বস্তরের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, সেইসঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের দল-বর্ণ-ধর্ম নির্বিশেষে সাহায্য জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। ক্ষতিগ্রস্ত হওয়া চারটি পরিবারের সদস্য সহ স্থানীয় জনগণ ডিজায়ার ফর লাইফ সংস্থার সকল স্তরের সদস্যদের এই নি:স্বার্থ সহায়তাপূর্ণ মনোভাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এদিন সংস্থার পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন বাপন চক্রবর্তী, অভিজিৎ চৌধুরী, টুকু খান, গীতা চন্দ, সন্ধ্যা নাথ, অনিতা অধিকারী, গোপাল শর্মা, লক্ষ্মী দাস, নমিতা দাস, আলপনা শর্মা, পূর্ণিমা রবিদাস, মাম্পি চন্দ, স্বপ্না রবিদাস, সোনা তাঁতি, আপন চৌধুরী, হোসেন আহমেদ, শিপ্রা দাস, তসলিম আহমেদ, জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য্য, শম্পা শর্মা, আয়েশা খান, নন্দলাল পান্ডে, সমীর লস্কর, অভিষেক পাল, লিটন নাথ, জ্যোতি কৈরী,বাবুল গোস্বামী প্রমুখ।

Spread the News
error: Content is protected !!