মহাঅষ্টমীতে কুমারী পূজা, ভক্তদের মধ্যে মহা প্রাসাদ বিতরণ

মহাঅষ্টমীতে কুমারী পূজা, ভক্তদের মধ্যে মহা প্রাসাদ বিতরণ

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : ধুমধামে শুরু হল মহাঅষ্টমী পূজা। হিন্দু ধর্ম অনুসারে অষ্টমী দিনে দেবীর শক্তি বিশ্বকে শক্তি ও সুরক্ষা প্রদান করে এবং এই দিনে মন্দের উপর ভালোর বিজয় স্মরণ করা হয়, ঐশ্বরিক আশীর্বাদ এই পবিত্র দিনে উপবাস, প্রার্থনা এবং বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গার আশীর্বাদ লাভ করেন।মহাঅষ্টমী দিনে দেবী দুর্গা মায়ের সামনে সন্ধি পূজা হয়ে থাকে। অনেক জায়গায় অষ্টমী তিথিতে কুমারী বা নবজাতকদের দেবী রূপে পূজা করা হয়।

মহাঅষ্টমীতে কুমারী পূজা, ভক্তদের মধ্যে মহা প্রাসাদ বিতরণ

মঙ্গলবার শিলচর শহরে আনন্দ উল্লাসে মহাঅষ্টমী পূজা পালন করছেন সনাতনীরা। শহরে প্রত্যেকটি পূজা মণ্ডপে সকাল থেকে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী দুর্গার পূজা অর্চনা করেন এবং মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পুজো মণ্ডপে মহিলারা উলুধ্বনি শঙ্খ ধ্বনি মাধ্যমে উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছেন। তাছাড়া প্রত্যেকটি পূজা মণ্ডপের আয়োজকরা মহা অষ্টমীর পূজা শেষ হওয়ার পর ভক্তদের মধ্যে মহা প্রাসাদ বিতরণ করেন।

মহাঅষ্টমীতে কুমারী পূজা, ভক্তদের মধ্যে মহা প্রাসাদ বিতরণ
Spread the News
error: Content is protected !!