শিলচর লিঙ্ক রোডে ড্রেন নির্মাণ কাজের সূচনা দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : সোনাই রোড এলাকার প্রথম লিঙ্ক রোডের জমা জলের সমস্যা সুরাহার জন্য দেড় কোটি টাকা মঞ্জুর হয়েছে। রবিবার এই কাজের ফলক উন্মোচন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই উপলক্ষে শ্রীপল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে এক জনসভার আয়োজন করা হয়। শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরী পৌরোহিত্যে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, যে আশা ভরসা নিয়ে শিলচরের মানুষ বিধায়ক বানিয়েছেন তাঁদের নির্দেশিত পথে চলে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আসা ব্যক্ত করেছেন, এই ড্রেনটি নির্মাণ হলে লিঙ্ক রোড এলাকার জমা জলের সমস্যা সমাধান হবে। তিনি আরও জানান, আগামী বর্ষায় শিলচর শহরকে জমা জলের সমস্যার অনেক অংশে সমাধান করা সম্ভব হবে। ২০২৬ সালের মার্চ এর মধ্যে অসম্পূর্ণ কাজ পুরো হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন।

পূর্ত বিভাগের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ  কাজে উৎসাহ দেওয়ার জন্য জনসাধারণের কাছে ধন্যবাদ জানান। ড্রেনের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় এর জন্য বরাত প্রাপ্ত ঠিকাদারের প্রতি আবেদন রাখেন। শিলচর শহরের বিভিন্ন স্থানে জল নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান তিনি।

শিলচর লিঙ্ক রোডে ড্রেন নির্মাণ কাজের সূচনা দীপায়নের

দীপায়ন পাল চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে জমা জলের সমস্যায় ভুগছেন। এলাকার জমা জলের সমস্যার সমাধানে কেউ পদক্ষেপ নেননি। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এব্যাপারে সক্রিয় পদক্ষেপ ওঠানোর জন্য এলাকা বাসীর তরফে ধন্যবাদ জানান। বর্ষার আগে কাজ করানোর দাবি রাখেন।

শিলচর লিঙ্ক রোডে ড্রেন নির্মাণ কাজের সূচনা দীপায়নের

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও সাহাব উদ্দিন মজুমদার, মধ্যশহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস, নিরুপম আচার্য,
মুন্না আচার্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিঠুন রায়।

Spread the News
error: Content is protected !!