শিলচরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, অপূরণীয় ক্ষতি বললেন দীপায়ন

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া বরাক উপত্যকায়ও। শনিবার শিলচর গান্ধীবাগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ পুলিশকর্মী ও বিভিন্ন সংগঠন এবং সরকারি অধিকারীকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন বলেন, সঙ্গীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র অসম। তিনি বলেন, সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আজ কাছাড় জেলারও লোক শোক স্তব্ধ। জুবিন মানুষের মন জয় করতে পেরে ছিলেন আজ তার প্রমাণ। তাঁর অকাল প্রয়াণে বিভিন্ন মহলের মানুষের চোখে জল। শিলচরের জনগণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবং জুবিন গর্গের চিরশান্তি কামনা করি।

Spread the News
error: Content is protected !!