নেতাজি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান দীপায়নের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : আগামী ৩১ আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য শিলচরবাসীকে আহ্বান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। ঐ দিন শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বিকেল ৩টেয় শিলচর উপস্থিত হয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। মুখ্যমন্ত্রীর শিলচর সফর ও মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে।
বৃহস্পতিবার সদরঘাটস্থিত এক ব্যাঙ্কয়েট হলে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী একথা জানিয়েছেন। এদিন শিলচরের ওয়ার্কিং জার্নালিস্টদের সঙ্গে চা পানের পর মত বিনিময় অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই আহ্বান জানান। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৩১ আগস্ট মুখ্যমন্ত্রী শিলচরে দু’টি মুর্তি উন্মোচন করবেন। মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শিলচরে যে উচ্ছাস প্রকাশ পেয়েছে তা দেখে খুশি তিনি। মূর্তি উন্মোচনের দিন প্রত্যেককে উপস্থিত থেকে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির কর্মকর্তা নীহার রঞ্জন পাল, কোষাধ্যক্ষ রুদ্র নারায়ন গুপ্ত ও উত্তমকুমার সাহা প্রমুখ। মঞ্চে ছিলেন সিনিয়র সাংবাদিক মিলন উদ্দিন লস্কর ও চিত্র সাংবাদিক হিমাংশু দে। এ দিন প্রায় চল্লিশ জন কর্মরত সাংবাদিকে সম্মাননা জানানো হয়।