তারাপুরে এলিভেটর রোডের কাজ চলছে, সহযোগিতা চাইলেন দীপায়ন

তারাপুরে এলিভেটর রোডের কাজ চলছে, সহযোগিতা চাইলেন দীপায়ন

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : অবশেষে শিলচর তারাপুরের সিঙ্কিং জোনের সমস্যা সমাধান হতে চলেছে। তারাপুর শিববাড়ি রোডে এলিভেটর রোডের কাজ শুরু হয়েছে। বুধবার কাজ পরিদর্শন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, তারাপুর সহ বৃহত্তর অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা চিরতরে সমাধানের কথাও জানালেন। এই কাজের মাধ্যমে মুখ্যমন্ত্রী ফের প্রমাণ দিলেন বরাক ও ব্রহ্মপুত্রে সমহারে উন্নয়ন চলছে। এ দিন ভূমিপূজাও করেছেন।

এ দিন বিধায়ক বলেন, রোডটির কাজ সম্পন্ন করতে এক বছরের মতো সময় লেগে যাবে। এই এক বছর সাধারণ মানুষ চরম কষ্টের মুখে পড়তে হবে। সেই কষ্ট মেনে কাজে সহযোগিতা করার অনুরোধ রাখেন। তিনি এও বলেন, যাতায়াতের জন্য একটি সাবওয়ে নির্মাণ করা হবে। তিনি বলেন গত ৫ সেপ্টেম্বর কাজ শুরু হয়, আজ পাইলিংয়ের কাজে হাত দেওয়া হয়েছে। এলেভেটর রোডের জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।

তারাপুরে এলিভেটর রোডের কাজ চলছে, সহযোগিতা চাইলেন দীপায়ন
Spread the News
error: Content is protected !!