রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ১৩, চালকের ভুলেই ঘটেছে

৩০ অক্টোবর : রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ১৩। রবিবার রাত পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৬।

গভীর রাতে আরও কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। অন্যদিকে, এই দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৪০। গতকাল গভীর রাতেই মৃতের পরিবার এবং আহত যাত্রীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেলমন্ত্রী জানান, মৃত যাত্রীদের নিকট আত্মীয়দের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহত যাত্রীরা পাবেন আড়াই লক্ষ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

প্রাথমিক তদন্তেই জানানো হয়েছিল, যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশে। এবার রেল আধিকারিকরাও জানালেন, ট্রেনের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। ইস্ট কোস্ট রেলওয়ের এক শীর্ষ কর্তা জানান, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের  চালকই সিগন্যাল মানেননি। লাল সিগন্যাল থাকা সত্ত্বেও তিনি সিগন্যাল ভেঙে এগিয়ে যান। ফলে ট্রেনটি গিয়ে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জারের।

Author

Spread the News