পুষ্পক এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২

২৩ জানুয়ারি : মহারাষ্ট্রে পুষ্পক এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। মৃত্যু হয়েছে অন্তত ১২ জন যাত্রীর। আগে সংখ্যাটা ছিল ১১। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তেও পারে। পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা গেলে ট্রেনে আগুন লাগার গুজব ছড়ায়। প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফ দেন অনেকে। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রেন তাঁদের পিষে দেয়।

পুষ্পক এক্সপ্রেসের বিপরীত থেকে থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণহানি। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বুধবার বিকেল ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যেখানে পুষ্পক এক্সপ্রেসের বিপরীত দিক থেকে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। ওই সময় ট্রেনে আগুন ধরেছে, এই গুজব ছড়িয়ে পড়ে দ্রুত। পুষ্পক এক্সপ্রেসে যখন গুজব ছড়ায়, সেই সময় বেশ কয়েকজন যাত্রী পুষ্পক এক্সপ্রেস থেকে ঝাঁপ দেন। ওই সময় উলটো দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস আসছিল, যা কেউ খেয়াল করেননি। ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ৮ জনের প্রথম দিনে।

পুষ্পক এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২
পুষ্পক এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২
Spread the News
error: Content is protected !!