রাবার বুলেট বুকে নেওয়া আবু সাইদের মৃত্যু

১৮ জুলাই : সাহসের সঙ্গে রাবার বুলেট বুকে নেওয়া আবু সাইদের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে এলে তিনি ছিলেন সবার আগে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়তে শুরু করলেও সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন। এক এক করে কয়েকটি বুলেট গায়ে লাগে। সাইদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করেন।

রাবার বুলেট বুকে নেওয়া আবু সাইদের মৃত্যু
আবু সাইদের ফাইল ছবি।

এ ঘটনার পর বেশ কয়েক পা পিছিয়ে তিনি সড়কের বিভাজক পার হন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন। হাসপাতালে নেওয়া হলে সাইদের মৃত্যু হয় এবং তার শরীরে রাবার বুলেটের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সাইদ ইংরেজি বিষয়ের ছাত্র ছিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সাঈদকে সহিংস বা আক্রমণাত্মক কোনও রূপে চোখে পড়েনি। কিন্তু তারপরও পুলিশ কেন তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ল? বিকল্প কোনও উপায়ে কি তাকে সরানো বা নিবৃত্ত করা সম্ভব ছিল না ?

এ দিকে, সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেটের শহিদ আবু সাইদ নামকরণ করে ফ্ল্যাক্স লাগিয়ে দেন।

Author

Spread the News