মদ খেয়ে ২৯ জনের মৃত্যু, বাড়ার আশঙ্কা

২০ জুন : মদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন একের পর একজন। শুরু হয় মাথা যন্ত্রনা, পেটে ব্যথা, বমি। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬৮ জন। ঘটনাটি ঘটেছে তামিলনাডু কল্লাকুড়িছি জেলায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। পুলিশের সূত্রে খবর, বিষমদ খেয়েই প্রাণ হারিয়েছেন এতজন।

এই ঘটনায় জড়িত এক চোলাই বিক্রেতা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পাশাপাশি বিষমদ কাণ্ডে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে সিবি-সিআইডির হাতে।

Author

Spread the News