সিবিআই-এর হাতে গ্রেফতার নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডিন
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সিবিআইর হাতে গ্রেফতার হলেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র প্রফেসার। সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসার এবং ডিন ড. চিত্তরঞ্জন দেবকে গ্রেফতার করেছেন সিবিআই-র আধিকারিকরা।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ অ্যাকাডেমিক প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার সরঞ্জাম এবং উল্লেখযোগ্য গবেষণা উপকরণ ক্রয় করতে অসমের যোরহাট-ভিত্তিক জনৈক সাপ্লায়ারের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ঘুষ নিয়েছেন ড. চিত্তরঞ্জন দেব। মোটা অঙ্কের ঘুষ-দুর্নীতির অভিযোগে গত ১২ জুলাই (২০২৫) গুয়াহাটিতে এসিবি থানায় জ্যেষ্ঠ অধ্যাপক ড. চিত্তরঞ্জন দেবের বিরুদ্ধে এক মামলা দায়ের করে সিবিআই। দায়েরকৃত মামলার ভিত্তিতে সিবিআই গ্রেফতার করেছে প্ৰফেসর ড. দেবকে।
প্রফেসার তথা ডিন ড. চিত্তরঞ্জন দেব ‘ইন্টারন্যাল কুয়ালাটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি)-এর অধিকৰ্তা এবং নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের লুমানি ক্যাম্পাসের স্কুল অব সায়েন্সেসের ডিন হিসেবে কর্মরত।
তদন্তকারীদের অভিযোগ, সিনিয়র প্ৰফেসর ড. চিত্তরঞ্জন দেব বৈজ্ঞানিক সরঞ্জাম এবং বিভিন্ন সামগ্রী ক্রয়ে দরপত্র প্রক্রিয়ায় ঘুষের বিনিময়ে নির্দিষ্ট দরদাতাকে সুযোগ করে দিয়েছেন।

