বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬
৮ আগস্ট : মাঝআকাশে আগুন ধরে বিধ্বস্ত হয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আতঙ্ক ও শোকের মধ্যে পড়েন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ৪০ মিনিট পর, বিকেল ৩টার দিকে রাজধানী নাইরোবির কাইম্বু এলাকার কাছে এটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, উড্ডয়নের পরপরই বিমানে ত্রুটি দেখা দেয় এবং আকাশে আগুন লাগার পর সেটি নিয়ন্ত্রণ হারায়। বিমানটি চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছিল, যা একটি জরুরি এয়ার অ্যাম্বুলেন্স মিশনের অংশ ছিল।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।