হাইলাকান্দিতে আরোহণ প্রকল্পের ‘ওরিয়েন্টেশন এবং ইন্টারেকশন’ অনুষ্ঠানে ডিসি ও এসপি

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : আজকের ছাত্রছাত্রীই একদিন হাইলাকান্দি জেলার নাম উঁচুতে নিয়ে যাবে। এজন্য তাদের প্রতিভাকে বিকশিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আর এ ধরনের বিভিন্ন উৎসাহমূলক বিষয় নিয়ে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্প আরোহণ এর উপর আলোকপাত করে বৃহস্পতিবার হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে উৎসাহিত করলেন হাইলাকান্দির জেলা কমিশনার ও পুলিশসুপার। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার এডুকেশন কমপ্লেক্সে সমগ্র শিক্ষা অভিযানের মিশনের অন্তর্গত ২০২৪-২৫ বর্ষের ‘আরোহণ প্রকল্প’ এর অন্তর্গত জেলা ভিত্তিক মেনটিস এবং মেন্টরদের সঙ্গে অনুষ্ঠিত এক  ‘ওরিয়েন্টেশন এবং ইন্টারেকশন’ অনুষ্ঠানে জেলা কমিশনার অভিষেক জৈন ও বরিষ্ঠ পুলিশসুপার অমিতাভ সিনহা অংশ গ্রহণ করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার তথা জেলা মিশন সমন্বয়ক ত্রিদিব রায়। তিনি জেলা কমিশনার ও পুলিশসুপারকে স্বাগত জানিয়ে এই প্রকল্পের সুফল সম্পর্কে সবাইকে অবগত করেন। তিনি বলেন, জেলায় প্রথমবারের মতো আরোহন প্রকল্পের এই পরিচিতি সভায় জেলা কমিশনার এবং পুলিশ সুপার একসঙ্গে অংশগ্রহণ করলেন। তার মানে প্রশাসনের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার ব্যাপারে উদ্যোগী রয়েছেন। তাই তিনি ছাত্রছাত্রীদেরও মনোযোগী হয়ে চলার জন্য আহ্বান জানান।

হাইলাকান্দিতে আরোহণ প্রকল্পের ‘ওরিয়েন্টেশন এবং ইন্টারেকশন' অনুষ্ঠানে ডিসি ও এসপি

তার আগে এই প্রকল্প সম্পর্কে সুবিস্তারে আলোচনা করেন ডিপিও (টিটি) ড. বিকাশ ভট্টাচার্য। তিনি জানান, বিগত তিন বছর ছাত্রছাত্রীদের এই প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন শিক্ষনীয় স্থানে ভ্রমণে নিয়ে যাওয়া হয়। তাছাড়াও ছাত্রছাত্রীদের দৈনন্দিন পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা সৃষ্টি হলে মেন্টর রা তাদের সাহায্য করেন। এবছর জেলার ৬১ জন ছাত্রছাত্রী এই প্রকল্পের জন্য বাছাই করা হয়েছে। তাদের নিয়ে আগামীতে গুয়াহাটি সহ অন্যান্য স্থানে ভ্রমণে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে পুলিশ সুপার অমিতাভ সিনহা সরকারের এ ধরনের প্রকল্পের সাধুবাদ জানান। তিনি ছাত্রছাত্রীদের এই প্রকল্পের সুফল নিতে আহ্বান জানান। তাছাড়া তিনি এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশগ্রহণ করেন এবং তাদের জীবনের লক্ষস্থির করতে পরামর্শ দেন। ঠিক একই ভাবে জেলা কমিশনার অভিষেক  জৈন ছাত্রছাত্রীদের উচ্চাকাঙ্ক্ষী হতে সুপরামর্শ দেন। তিনি তাদের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা কমিশনার। এদিন জেলা কমিশনার ও পুলিশ সুপারের কাছ থেকে পরবর্তীতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তারা ছাত্রছাত্রীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনও করেন।

প্রসঙ্গত, আরোহণ প্রকল্প মূলত সরকারি বিদ্যালয়ের মাধ্যমিক শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি পরামর্শদাতা- প্রশিক্ষণ কর্মসূচি। এটি অসম সরকারের একটি প্রধান কর্মসূচি যা ২০২২-২৩ সালে শুরু হয়েছিল।

Spread the News
error: Content is protected !!