ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, সতর্কতা জারি
২১ অক্টোবর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। চলতি সপ্তাহে আবারও দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে। সোমবার থেকেই জারি হল সতর্কতা। সকালে চড়া রোদ থাকলেও, ক্রমেই আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। বুধবার থেকে একটানা তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।
মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ২২ অক্টোবর নিম্নচাপে পরিণত হবে। ২৩ অক্টোবর, বুধবার ঘুর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। ২৪ অক্টোবর, বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোবে সেটি। সমুদ্রে ১১০ থেকে ১২০ কিমি/ঘণ্টায় হাওয়া বইবে। ঘূর্ণঝড় তৈরি হলে, ওড়িশা ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরে তার সর্বাধিক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।
হাওয়া অফিস আরও জানিয়েছে, ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল বরাবর বুধবার সন্ধ্যা থেকে ৪০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাতের দিকে বেড়ে হবে তা ৬০ কিমি/ঘণ্টা হতে পারে। বৃহস্পতিবার সকালে ১০০-১১০ কিমি/ঘণ্টা পর্যন্ত বইতে পারে। ২৫ অক্টোবর, শুক্রবার সকালে তা পৌঁছে যাবে ১২০ কিমি/ঘণ্টায়। আজ থেকেই উত্তাল সমুদ্র। তাই ওড়িশা ও বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা রয়েছে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।