আসছে ঘূর্ণিঝড় ‘রিমাল’
১৮ মে : আসছে ‘রিমাল’ ঘূর্ণিঝড়! ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, ‘রিমাল’ ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৫ মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করবে তা এখনও স্পষ্ট নয়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রিমাল’। মে মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি।