ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব রাজ্যে, সতর্কতা জারি
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব পড়েছে অসমেও। রাজ্যে আবারও আবহাওয়া ভয়াবহ রূপ নিতে পারে। প্রবল ঝড়-বৃষ্টিতে নামতে পারে। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র শুক্রবারের জন্য জারি করেছে সতর্কতা। রাজ্যের ১২টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (ইয়েলো অ্যালার্ট)।
এই ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে ধুবড়ি, দক্ষিণ শালমারা, কোকরাঝাড়, গোলপাড়া, চিরাং, বঙাইগাঁও, বরপেটা, বাক্সা, কামরূপ ও কামরূপ (মেট্রো) জেলা সহ ডিব্রুগড় ও তিনিচুকিয়া জেলায়ও।
এই সময়কালে উল্লিখিত জেলাগুলির বিভিন্ন স্থানে প্রবল থেকে অতি প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে, বজ্রপাত ও হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে পারে যার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

