শিলকুড়িতে অটো ট্রাকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : শিলকুড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম আসাব মিয়া (৪৬), বাবার নাম জুনাব মিয়া। বাড়ি শিলকুড়ি। জানা গেছে, শিলকুড়ি ৪ নম্বর গ্রামের প্রধান সড়কের তেমাথার হাইলাকান্দি সড়কের উপর এই ঘটনাটি ঘটেছে।
শিলকুড়ির বাসিন্দা দিনমজুর আসাব মিয়া শিলচর থেকে কাজ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই শিলকুড়ি ৪ নম্বর তেমাথায় হাইলাকান্দি রোডে উল্টো দিক থেকে আসা একটি অটো ট্রাক সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। পরে শিলচর মেডিক্যাল কলেজে যাওয়ার কিছু সময়ের পর মৃত্যু ঘটে।