দেশজুড়ে সাইবার হানা, বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা
১ আগস্ট : দেশজুড়ে সাইবার হানায় বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা। জানা গেছে, র্যানসামওয়্যার হানায় দেশের অন্তত ৩০০টি গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হয়েছে। টাকা তোলা ও জমা দেওয়া যাচ্ছে না। অনলাইন পরিষেবাও ব্যাহত হয়েছে। পরিষেবা স্বাভাবিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা লাগতে পারে বলে আশঙ্কা। এই সমস্ত ব্যাঙ্কের গ্রাহকরা পড়েছেন তীব্র সমস্যায়।
জানা গেছে, সাইবার হানায় পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত। বুধবার রাত নাগাদ সাইবার হানার এই ঘটনা ঘটে বলে জানা গেছে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এদিকে, ব্যাঙ্কগুলির তরফে গ্রাহকদের কাছে আবেদন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ কোনও লেনদেনের ঝুঁকি নেবেন না। যদিও এটাই স্বস্তির দেশের মাত্র ৫ শতাংশ আর্থিক লেনদেন এই ব্যাঙ্কগুলির মাধ্যমে সম্পন্ন হয়।