সিইউইটি : সরব আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন

বরাক তরঙ্গ, ২০ মে : সিইউইটি নিয়ে সরব হল আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নও। পড়ুয়াদের হয়রানি বন্ধ করা ও চলতি বছরে সিইউইটি পরীক্ষার নম্বর যেন কার্যকর করা না হয় সেদাবি জানাল ইউনিয়ন। এ দাবি জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দু’টি স্মারকপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ)-এর মহাপরিচালকের প্রদান করা হয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি শুভম রায়।

তিনি বলেন, কয়েকদিন ধরে পড়ুয়ারা তাঁদের কাছে বিষয়টি তুলে ধরে। এরপর তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখে।
এই পরীক্ষায় বসতে গিয়ে বরাকের পড়ুয়ারা চরম হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, বিশেষ করে মাতৃভাষা বিষয়ের পরীক্ষা রাজ্যের বিভিন্ন জেলা ও বহিঃরাজ্যে গিয়ে দিতে হবে। এতে বরাকের পড়ুয়ারা আর্থিক ভাবে যেমন কষ্টের মুখে পড়বেন তেমনি হয়রানি শিকার হবেন। তাঁরা স্মারকপত্রে দাবি করছেন বরাকের পড়ুয়ারা বরাকেই পরীক্ষার ব্যবস্থা করা। এবং চলতি বছরে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার নম্বর যেন কার্যকর না করা।

Author

Spread the News