স্বাধীনতা দিবসের প্রাক্কালে সিআরপিএফের সাইকেল র‍্যালি

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : ৭৯তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টা থেকে কাশিপুরস্থিত ১৪৭ নং সিআরপিএফের ক্যাম্প থেকে কমান্ডেন্ট ব্রোনো এ. এর নেতৃত্বে জাতীয় ত্রিরঙ্গা পতাকা সহ সাইকেল নিয়ে স্থানীয় জনগণকে সজাগতা করার উদ্দেশ্যে সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এতে সিআরপিএফের জওয়ান সহ স্থানীয় জনগণ যোগদান করেন। এই সাইকেল র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৪৭ নম্বর সিআরপিএফের টু আইসি অরবিন্দ কুমার চৌবে, এনকে সারান, ডিসি আর কে শর্মা, ডাঃ এল.পাতারি প্রমুখ।

Spread the News
error: Content is protected !!