বারইগ্রাম আশ্রমে তিরোধান তিথি উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়

মোহাম্মদ জনি করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ জুলাই : ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমন গোস্বামী জিউর তিরোধান তিথি উৎসব নানা কার্যসূচির মাধ্যমে উদযাপিত হয় বারইগ্রামে। শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে প্রভুপাদের তিরোধান তিথি উৎসবের সূচনা হয় রবিবার শুভ অধিবাসের মাধ্যমে। সোমবার ছিল প্রভুপাদের তিরোধান উৎসব।

এদিন ভোর বেলা থেকে অষ্টপ্রহর নাম কীর্তন শুরু হয়। এরপর গুরু পূজা, অঞ্জলি প্রদান, দুপর থেকে মহাপ্রসাদ বিতরণ। এবারের নাম সুধা পরিবেশনায় শ্রী সম্প্রদায়, গৌরহরি সম্প্রদায়, রাধারানি সম্প্রদায়, শিবশক্তি সম্প্রদায়। সন্ধ্যায় প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর শ্রীমন্দিরে উপাসনা শুরু হয় এবং রাত দশটায় উপসনা সমাপ্ত হয়।

বারইগ্রাম আশ্রমে তিরোধান তিথি উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়

এদিকে, উৎসব প্রসঙ্গে বলতে গিয়ে আশ্রম পরিচালনা সমিতির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, চারিদিকে বন্যার প্রভাব কিন্তু সব সমস্যাকে পেছনে ফেলে প্রভুর আশীর্বাদ নিতে দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম দেখার মত। আমরা এত ভক্ত সমাগম হবে তা মোটেই আঁচ করতে পারিনি। আগের দিন রাতে বা উৎসবের দিন সকালে বৃষ্টি হয় কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ মুক্ত আকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তের ঢল নামে। মহাপ্রসাদের দায়িত্বে থাকা সহসম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, গত কয়েক বছর থেকে এবার ভক্তেট সমাগম অধিক ছিল। আমরা ভিড় সামাল দিতে দুপর বারোটা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু করি। দুপর দুটো পর্যন্ত হল ভর্তি ভক্তরা প্রসাদ গ্রহণ করেন তবে দুটোর পর হঠাৎ করে ভক্তদের জোয়ার এসেছে । তবে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়।

বারইগ্রাম আশ্রমে তিরোধান তিথি উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়

সমিতির সভাপতি সুনীল পাল বলেন, প্রভুর এই তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। এবার বরাক উপত্যকার সহ ত্রিপুরা রাজ্যের ভক্তদের আগমণ ঘটে। কমিটির প্রচার সম্পাদক কার্তিক পাল বলেন, মঙ্গলবার সকালে নগর পরিক্রমা ও পূর্ণা এবং মহাপ্রসাদ বিতরণ।

Author

Spread the News