ভেঙে পড়ল যুদ্ধবিমান, সুরক্ষিত রয়েছেন দুই পাইলট

৫ জুন : ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) একটি যুদ্ধবিমান (Fighter Aircraft)। মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল গণনা নিয়ে যখন টানটান উত্তেজনা দেশবাসীর মধ্যে তখন মহারাষ্ট্রের নাসিকের কাছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জানান, সুখোই Su-30MKI বিমানটি আচমকাই ভেঙে পড়ে।

যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে ঝাঁপ মেরে প্রাণ বাঁচান পাইলট এবং সহকারী পাইলট। সুরক্ষিত রয়েছেন দুজনেই। মাটিতে ভেঙে পড়া মাত্রই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধবিমানে

Author

Spread the News