মালুগ্রামে বরাকের ভাঙন ভয়ানক বিপদের সম্ভাবনা, সরব সিপিএম

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিলচর মালুগ্রাম অঞ্চলের বিসি গুপ্ত লেনের পেছনে বরাক নদীর ভাঙনে ভয়ানক বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিন থেকেই বিসি গুপ্তর  বাড়ির পেছনের অংশের মাটিতে ফাটল দেখা দিয়েছে ও কিছু জায়গায় ভেঙে বরাক নদীর গর্ভে তলিয়ে গেছে। অবিলম্বে পদক্ষেপ না নিলে এই ভাঙন ভয়ানক রূপ নিয়ে দীর্ঘ দিনের পুরোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এতে গোটা মালুগ্রাম অঞ্চল বিপর্যস্ত হবে। এ নিয়ে বৃহস্পতিবার সিপিআই (এম) কাছাড় জেলা কমিটি পক্ষে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শন করেন এবং পরবর্তীতে এবিষয়ে দাবি জানিয়ে এক স্মারকলিপি জেলা আয়ুক্তের কাছে পেশ করেন। কয়েক বছর আগে এই অঞ্চলে ভয়ানক ফাটল দেখা দেওয়ায় কিছু অংশে সাময়িক সংস্কার করা হয়েছিল কিন্তু স্থায়ী ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রসঙ্গত বহু বছর আগে এই অঞ্চলে বড় ঝাওয়া পাথর দিয়ে বাধানোর ফলে সুরক্ষিত ছিল। কিন্তু পরবর্তীতে নদীর পাড়ে একের পর এক বহুতল বাড়ি নির্মাণের ফলে নদীর পার দুর্বল হয়েছে এবং অবিলম্বে স্থায়ী ব্যবস্থা না নিলে এই বিশাল অঞ্চল বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এ দিনের প্রতিনিধি দলে ছিলেন পার্টির জেলা সম্পাদক বিদ্যুৎ দেব, সম্পাদক মণ্ডলীর সদস্য সমীরণ আচার্য, সুপ্রিয় ভট্টাচার্য, আঞ্চলিক কমিটির সম্পাদক দেবজিত দেব, সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব দীপক চক্রবর্তী, সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুভাস দেব প্রমুখ।

Spread the News
error: Content is protected !!