জুবিনের মৃত্যুর রহস্য উদঘাটনে সঠিক তদন্তের দাবি সিপিএমের
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : শিলচরে কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের মৃত্যুর রহস্য উদঘাটনে সঠিক তদন্তের দাবিতে এক পথসভার আয়োজন করল সিপিএম। সোমবার আয়োজিত পথসভায় বিভিন্ন বক্তা রাজ্যসরকারের তীব্র সমালোচনা করা হয়। বক্তারা বলেন, জুবিন গর্গের প্রতি মানুষের আবেগকে মুখ্যমন্ত্রী যেভাবে রোজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সম্প্রদায়িক রং ছড়াতে চাইছেন। তার তীব্র প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, জুবিন গর্গ ছিলেন মানবতার প্রতীক এবং বিজেপির আদর্শগত অবস্থানের বিরোধী। তাই এই ধরনের রাজনীতি মানুষ কখনওই মেনে নেবে না। সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ দেব, সমীরণ আচার্য, রেজামন্দ আলি বড়ভূইয়া, কমলেশ ভট্টাচার্য প্রমুখ।

