চলছে দিল্লির বিধাানসভা নির্বাচনের ভোট গণনা
৮ ফেব্রুয়ারি : আজ, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। চলছে ভোট গণনা। শুরুতেই এগিয়ে গেল বিজেপি। দিল্লিতে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
গণনায় ১০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৭ আসনে এগিয়ে আম আদমি পার্টি। তবে ভরসা হারাচ্ছে না কেজরির দল। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি বলেন, “ভরসা আছে। গোটা দিল্লির মানুষ ভাল কাজের পাশেই থাকবে।”
দিল্লিতে ম্যাজিক ফিগার ৩৬।

