চলছে দিল্লির বিধাানসভা নির্বাচনের ভোট গণনা

৮ ফেব্রুয়ারি : আজ, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। চলছে ভোট গণনা। শুরুতেই এগিয়ে গেল বিজেপি। দিল্লিতে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

গণনায় ১০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৭ আসনে এগিয়ে আম আদমি পার্টি। তবে ভরসা হারাচ্ছে না কেজরির দল। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি বলেন, “ভরসা আছে। গোটা দিল্লির মানুষ ভাল কাজের পাশেই থাকবে।”
দিল্লিতে ম্যাজিক ফিগার ৩৬।

চলছে দিল্লির বিধাানসভা নির্বাচনের ভোট গণনা
চলছে দিল্লির বিধাানসভা নির্বাচনের ভোট গণনা
Spread the News
error: Content is protected !!