চলছে বিটিসি নির্বাচনের গণনা
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : বিটিসির পাঁচটি জেলা সদরে চলছে গণনা। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ঘোষণা হবে ৪০টি পরিষদীয় আসনের ফলাফল। নির্ধারিত হবে মোট ৩১৬ জন প্রার্থীর ভাগ্য।
সর্বশেষ আপডেট অনুযায়ী—
দেবরগাঁও কেন্দ্রে হাগ্রামা মহিলারির অগ্রগতি। তবে চিরাং দুয়ার কেন্দ্রে পিছিয়ে পড়েছেন তিনি।

পাঁচনই চেরফাঙে বিপিএফ প্রার্থীর অগ্রগতি। ধনশ্রী ও ননই চেরফাঙে বিপিএফ প্রার্থীরা এগিয়ে। মুদইবাড়িতে বিজেপির দিগন্ত বরুয়া এগিয়ে। পাঁচনই চেরফাঙে বিজেপির দীপক মর এগিয়ে।
ধনশ্রীতে বিপিএফ প্রার্থী ফ্রেশ মুছাহারির অগ্রগতি। ননই চেরফাঙে বিপিএফ প্রার্থী পল তপ্ন এগিয়ে।
কচুগাঁও কেন্দ্রে বিপিএফ প্রার্থী রবিরাম নার্জারি এগিয়ে, পিছনে রয়েছেন ইউপিপিএল প্রার্থী উকিল মুছাহারি।
সালাকাটিতে বিপিএফ প্রার্থী দেরহাসৎ মুছাহারির অগ্রগতি, পিছনে ইউপিপিএল প্রার্থী লরেন্স ইশলারি। দতমাতে প্রমোদ বড়ো পিছিয়ে।
গয়বাড়িতে প্রমোদ বড়োর অগ্রগতি।
বাগানপাড়ায় রেখারানি দাস বড়ো এগিয়ে। কাজল গাঁওয়ে চন্দন ব্রহ্ম পিছিয়ে।
ভৈরবকুণ্ডে ইউপিপিএল প্রার্থী গোবিন্দ বসুমতারি পিছিয়ে। প্রাক্তন মন্ত্রী রিহন দৈমারি এগিয়ে। থুরিবাড়ি পরিষদীয় কেন্দ্রে বিজেপি প্রার্থী অজয়কুমার রায় এগিয়ে রয়েছেন।