শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার জন্য বৃহস্পতিবার কাউন্টিং মাইক্রো অবজার্ভাদের প্রশিক্ষণ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ মে : গত ২ মে শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামী ১১ মে জেলার তিনটি স্থানে অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজ, পাথারকান্দি সমজেলার আকাইদুমস্থিত ইন্ডোর স্টেডিয়াম ও রামকৃষ্ণনগর সমজেলার রামকৃষ্ণ নগর কলেজে পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জেলায় ১১০ জন কাউন্টিং মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

এতে নিয়োজিত মাইক্রো অবজার্ভাদের প্রশিক্ষিত করতে এবং তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করতে ৮ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে এক প্রশিক্ষণ কার্যসূচির ব্যবস্থা করা হয়েছে। ওই প্রশিক্ষণে সব কাউন্টিং মাইক্রো অবজার্ভাদের উপস্থিত থাকতে পঞ্চায়েত নির্বাচনের পার্সোনাল ও ট্রেনিং সেল থেকে জারি করা এক আদেশে জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন।

শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার জন্য বৃহস্পতিবার কাউন্টিং মাইক্রো অবজার্ভাদের প্রশিক্ষণ
Spread the News
error: Content is protected !!