শ্রীভূমির সীমান্তবর্তী অঞ্চলে মাদকদ্রব্যের অপব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : বুধবার শ্রীভূমি শহরের মিশন রোডের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে “ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন” এর অধীনে জেলার সীমান্তবর্তী অঞ্চলে মাদকদ্রব্যের অপব্যবহার সংক্রান্ত এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে পুলিশ কর্মী, পঞ্চায়েত সদস্য, কমিউনিটি সদস্য, অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশ গ্রহণ করেন। এই কর্মসূচিটি সমাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের উদ্যোগে, রোউট টু কানেক্ট এনজিও-র সহযোগিতায় এবং শ্রীভূমির জেলা সমাজকল্যাণ আধিকারিকের কারিগরি সহায়তায় আয়োজিত হয়। এতে অতিটিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি, জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব নিখুঞ্জ বড়ো, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, মিশন শক্তির জেলা প্রোগ্রাম কোর্ডিনেটর ইশিতা দাস, মনোবিজ্ঞানী মিঠুন রায়, জেলা পরিষদের সহ সভানেত্রী সাথী রায় কুরী, নিলামবাজার জেলা পরিষদ আসনের সদস্য  অভিজিৎ রায়, শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনের সদস্য মুস্তাক আহমেদ, চেরাগি জেলা পরিষদ আসনের সদস্য পঙ্কজ রায় শর্মা ও রোউট টু কানেক্ট এনজিও-র প্রতিষ্ঠাতা হৃষিকেশ কাশ্যপ প্রমুখ অতিথির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ডিপিসি ইশিতা দাস। এতে অতিথি ও রিসোর্স পার্সনদের সম্মাননা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি সীমান্তবর্তী অঞ্চলে মাদকদ্রব্যের অপব্যবহার ও তার প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই সমস্যা সমাধানে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে সহায়তা করতে প্রস্তুত। জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব ‘এনডিপিএস’ আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মনোবিজ্ঞানী মিঠুন রায় মানসিক স্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইশিতা দাস সীমান্তবর্তী অঞ্চলে মাদকের অপব্যবহার ও এর প্রভাব, সরকারি বিভিন্ন উদ্যোগ এবং ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর অধীনে আমরা কী কী করতে পারি, তা তুলে ধরেন। এরপর পথ নাটক দলের পক্ষ থেকে মাদকদ্রব্য ও তরুণ প্রজন্মের উপর একটি নাটক পরিবেশিত হয়, যেখানে চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবার দিকগুলো তুলে ধরা হয়। সমাপ্তি পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয় এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Spread the News
error: Content is protected !!