বঙাইগাওয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যুৎ গ্ৰাহকদের অভিবৰ্তন

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের ষড়যন্ত্ৰ প্ৰিপেড স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে  বঙাইগাঁওয়ের বিআর আম্বেদকার হলে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিদ্যুৎ গ্ৰাহকদের অভিবৰ্তন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে দু’শতাধিক বিদ্যুৎ গ্ৰাহকের উপস্থিতিতে অনুষ্ঠিত অভিবৰ্তনে সভাপতিত্ব করেন দন্ডিচরণ সুত্ৰধর। অভিবৰ্তনে প্ৰধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির আহ্বায়ক, রাজ্যের বিদ্যুৎ আন্দোলনের নেতা অজয় আচাৰ্য।

প্ৰধান বক্তা অজয় আচাৰ্য বলেন, বিদ্যুৎ পরিমাপে একশ শতাংশ সফল ডিজিটেল মিটারগুলো সরিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে প্ৰিপেইড স্মাৰ্ট মিটার স্থাপন করা এই সরকারের এক বৃহৎ কেলেংকারী। স্মাৰ্ট মিটার জনগণের স্বাৰ্থে নয়, বৃহৎ কৰ্পোরেট গোষ্ঠীর স্বাৰ্থে বসানো হচ্ছে। রাজ্যের সাধারণ দরিদ্র মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা ইত্যাদিতে জৰ্জরিত তখন এই সরকার এগুলোর সমাধান না করে এখন স্মাৰ্ট মিটারের মাধ্যমে জনগণকে লুন্ঠন চালাচ্ছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণ প্ৰক্ৰিয়াকে এই স্মাৰ্ট মিটার ত্বরান্বিত করবে। তিনি এই স্মাৰ্ট মিটার প্ৰত্যাহারের দাবিতে তীব্ৰ গ্ৰাহক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।

পরবর্তীতে সুদীপ সরকারকে সভাপতি, বিজেশ বড়ো, রহিম বাদশা, সুজেন রাভা ও দানেশ আলিকে সহ সম্পাদক মনোনীত করে বিশ জনের কমিটি গঠন করা হয়।

বঙাইগাওয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যুৎ গ্ৰাহকদের অভিবৰ্তন
বঙাইগাওয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যুৎ গ্ৰাহকদের অভিবৰ্তন

Author

Spread the News