মণিপুরে আফিম, গাঁজা গাছ ধ্বংস অব্যাহত

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : মণিপুরে মাদক চাষের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একের পর এক চাষ করা আফিম, গাঁজা গাছ ধ্বংস করা হচ্ছে। বুধবার আসাম রাইফেলস মণিপুর পুলিশ, সিআরপিএফ, আইআরবি এবং বন বিভাগের সঙ্গে যৌথ অভিযানে  মণিপুরের তামেংলং জেলার কাইমাইতে দুই একর জমিতে অবৈধ আফিম চাষ ধ্বংস করে।

ধ্বংসপ্রাপ্ত বাগানের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। নিয়মিত টহল পরিচালনা করে, আসাম রাইফেলসের লক্ষ্য পোস্ত চাষ প্রতিরোধ করা এবং এই অঞ্চলে মাদক সরবরাহ বন্ধ করা।

উল্লেখ্য, এই অপারেশনটি মাদকের হুমকি নির্মূল এবং মণিপুরে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আসাম রাইফেলসের প্রতিশ্রুতির একটি প্রমাণ।

মণিপুরে আফিম, গাঁজা গাছ ধ্বংস অব্যাহত
মণিপুরে আফিম, গাঁজা গাছ ধ্বংস অব্যাহত

Author

Spread the News