কাছাড় কলেজে মারপিটের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : কাছাড় কলেজে মারপিটের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাপতি সজল আচার্য ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান, বৃহস্পতিবার কাছাড় কলেজে এভিবিপি ছাত্র সংগঠনের মারপিটে গুরুতর আহত হয়েছে এনএসইউআই প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে স্মারকপত্র প্রদান করেন এবং সময়সীমা বেধে দিয়েছেন আগামী ৬ দিনের ভেতর দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য। তাঁরা আরও বলেন, বিজেপি সরকারের আমলে শিলচর শহরের প্রত্যেকটি কলেজ রাজনীতিক আঁকড়া হয়ে দাঁড়িয়েছে এইসব কংগ্রেস দল কোনভাবে মেনে নিতে পারবে না এবং যারা এই মারপিট কাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে মামলাও করেছে জেলা কংগ্রেস। পুলিশ সুপারের কাছে দাবি রাখেন অতিসত্বর দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদান করতে। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামীদিনে গণতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন।

এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর, পাপন দে, সজল বণিক, সঞ্জীব রায়, জন্মজয় চৌধুরী, রঞ্জিত দেবনাথ, রণধীর দে,  সহ মহিলা কংগ্রেস, সেবা দল, এনএসইউআই সহ কংগ্রেস সমর্থকরা।

Spread the News
error: Content is protected !!