শ্রীভূমি জেলা পরিষদ আসনের প্রার্থী তালিকা কংগ্রেসের
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : দীর্ঘ টানপোড়নের পর বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ করল করিমগঞ্জ কংগ্রেস। শাসকদল বিজেপিকে টেক্কা দিতে মহিলা প্রার্থীদের যেমন প্রাধান্য দেওয়া হয়েছে তেমনি হিন্দু -মুসলিম উভয় সম্প্রদায়ের প্রার্থীদের গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা তৈরী করেছেন কংগ্রেস নেতারা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক আহমেদ সাহিল, শাহাদত আহমেদ চৌধুরী, তাপস পুরকায়স্থরা দফায় দফায় বৈঠকে বসে শেষপর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করেন।
কংগ্রেস প্রার্থী হিসেবে রাজারটিলা-উমরপুর জেলা পরিষদে জিল্লুর নূর চৌধুরী, শ্রীমন্ত কানিশাইল বাশাইল জেলাপরিষদে মোস্তাক আহমেদ, কালীগঞ্জ খালিদা বেগম, নিলামবাজার জেলাপরিষদে বিপ্লব দাস, টিলাবাড়ি-বান্দরকোণা মমতাজ বেগম, লক্ষীবাজার নিলুফা ইয়াসমিন, আনিপুর জসমিনা সুলতানা, ভৈরবনগর সুমন্ত কুমার দাস, মাইজগ্রাম-সুপ্রাকান্দি জয়শ্রী পাল দে, শ্রীগৌরী ঝুমি দাস, কানাইনগর-ফাকুয়া পৌশালি দেবনাথ, লোয়াইরপোয়া চন্দন দাস, রাধাপ্যারি বিজয়া সিনহা, চেরাগী কুবের প্রসাদ যাদব, দুল্লভছড়া বেমবেম সিনহা এবং চান্দখিরা দীনেশ রবিদাস টিকিট লাভ করেন।
