খাড়গের জন্মদিন ও উমেশচন্দ্র ব্যানার্জির মৃত্যু বার্ষিকী পালন কংগ্রেসের
বরাক তরঙ্গ, ২১ জুলাই : শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ৮৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সোমবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবনে এই বিশেষ দিনে কেক কেটে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা।
একইসঙ্গে স্মরণ করা হয় কংগ্রেস দলের প্রথম সর্বভারতীয় সভাপতি প্রয়াত উমেশচন্দ্র ব্যানার্জিকে। ১১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজলকুমার আচার্য প্রয়াত উমেশচন্দ্র ব্যানার্জির জীবনের বিভিন্ন দিক এবং কংগ্রেস আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, হেমন্ত সিং সহ জেলা কংগ্রেসের অন্যান্য পদাধিকারী ও কর্মীবৃন্দ।