শিলচরে কংগ্রেসের কার্যনির্বাহী ও গুরুত্বপূর্ণ সদস্যদের সভা
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : চলতি মাসে চড়াইদেউয়ে অনুষ্ঠিত বর্ধিত কার্যনির্বাহী সভার অঙ্গ হিসেবে শিলচরে অনুষ্ঠিত হয় অনুরূপ এক সভা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেনের উপস্থিতিতে এই সভায় জেলার কার্যনির্বাহী সদস্য সহ গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, সরকার বরাকের দু’টি বিধানসভা কেন্দ্র কর্তনের পর এবার পঞ্চায়েত স্তরেও ধর্মীয় জনবিন্যাসে পঞ্চায়েত এলাকা পরিবর্তন পরিবর্ধন করার চেষ্টা করছে। কোন অবস্থায় তা মানা হবে না, প্রয়োজনের দল আইনের আশ্রয় নেবে।
এছাড়া শিলচর সহ কাছাড় জেলায় যেসব উন্নয়নমূলক কাজ চলছে তার তদারকির জন্য সঞ্জীব রায়ের তত্ত্বাবধানে একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে চলা শহরের রাস্তাঘাটের কাজ নিয়ে রাজ্য সরকার সহ শিলচরের বিধায়ক এবং এনএইচআইডিসিএল এর করা সমালোচনা করেন জেলা সভাপতি। সাংবাদিক সম্মেলনে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সরকারের তীব্র সমালোচনা করেন।