করিমগঞ্জ আসনে পুনঃনির্বাচনের দাবি কংগ্রেসের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ জুন : করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ রশিদ আহমদ চৌধুরী এরই মধ্যে করিমগঞ্জের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। রবিবার করিমগঞ্জের ইন্দিরা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সহ দলের কর্মকর্তারা অভিযোগ করে বলেন ভোটারদের দেওয়া ভোটের সংখ্যা এবং ইভিএমে দেওয়া ভোটের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আর এটি করিমগঞ্জ আসনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার এক প্রমাণ।

চৌধুরী বলেন, ভোটের দিন করিমগঞ্জ জেলাশাসক কর্তৃক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভোটারের সংখ্যা ছিল ১১,৩৬,৫৩৮। ভোট গণনা দেখায় ১১,৪৭,৬০৭ ভোট। ভোটের কাস্টিং থেকে ৩৮১১ ভোট বেড়েছে। তাই করিমগঞ্জ লোকসভা আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। বিজয়ী প্রার্থী কৃপানাথ মালার সনদ অবৈধ বলে তা স্থগিত রাখার দাবি জানান। করিমগঞ্জ লোকসভা আসন থেকে হেরে যাওয়া হাফিজ রশিদ আহমদ চৌধুরী নির্বাচন কমিশন তার আবেদনে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
এ দিন পুনর্নিবাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান জেলা কংগ্রেস সভাপতি সহ কর্মীরা।