ভোট চুরি প্রতিহত করতে শিলচরে কংগ্রেসের ‘বিএলএ’ প্রশিক্ষণ শিবির
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলচর রাজীব ভবনে জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো বুথ লেভেল এজেন্ট (বিএলএ) প্রশিক্ষণ শিবির। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের (বিএলও) কার্যক্রমে নজরদারি রাখতে বিএলএ-দের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এদিনের সভায়।
প্রশিক্ষণ শিবিরে মোট ১,৭২৭ জন দলীয় কর্মী অংশ নেন। প্রথম পর্যায়ে সোনাই, ধলাই, কাটিগড়া ও লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেন গুয়াহাটির প্রশিক্ষিত মাস্টার ট্রেইনাররা। দ্বিতীয় পর্যায়ে শিলচর, উধারবন্দ ও বড়খোলা বিধানসভা এলাকার বিভিন্ন ব্লকের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
বক্তারা কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানার উদাহরণ টেনে বলেন, ভোটার তালিকা অনিয়মিতভাবে বৃদ্ধি করে বিজেপি জয়লাভ করেছে – যার প্রমাণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রকাশ্যে তুলে ধরেছেন। তাই দেশজুড়ে চলা ভোট চুরির প্রবণতা প্রতিহত করতে কংগ্রেস ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বিএলএ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে।
বর্তমানে নির্বাচন কমিশন দেশব্যাপী স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) শুরু করেছে। ২০০৫ সালকে ভিত্তি ধরে ২০২৫ সালের ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে। এই প্রক্রিয়া আসামে কার্যকর হলে বিএলএ-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে ট্রেইনাররা জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বলা হয়- প্রত্যেক বিএলএকে নিজের বুথের প্রতিটি পরিবার সম্পর্কে সঠিক তথ্য রাখতে হবে।
ভোটার তালিকায় কার নাম রয়েছে, কার নেই, তা খতিয়ে দেখতে হবে।
২০০৫ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৪ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা জরুরি।
বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাজের উপর নিবিড় নজরদারি রাখতে হবে।
মাস্টার ট্রেইনার ও দলীয় প্রবীণ নেতারা কর্মীদের আহ্বান জানান, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, সরকারি ও দলীয় মেশিনারি একত্রে কাজ করায় কংগ্রেসসহ বিরোধী দলগুলিকে এক গভীর সংকটের মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। আসামকে সংবেদনশীল রাজ্য হিসেবেও চিহ্নিত করেন বক্তারা।
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, আমিনুল হক লস্কর, জমসেদ আলি, কৌশিক নাথ, রজত চক্রবর্তী, বিশ্বজিৎ দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট নেতা-কর্মীরা।