মিশনকে অভিনন্দন নর্থ ইস্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় প্রবীণ নেতা মিশনরঞ্জন দাসকে অভিনন্দন জানিয়েছে নর্থ ইস্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। সংস্থার সভাপতি হারাণ দে ও সাধারণ সম্পাদক আইনজীবী শুভ্রাজ্যোতি সরকার এক যৌথ বিবৃতিতে বলেন, বরাক উপত্যকার জন্য এক গৌরবের বিষয় যে প্রবীণ বিজেপি নেতা মিশনরঞ্জন দাসকে রাজ্যসভার প্রার্থী করেছে। সেজন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে সংস্থা। সংখ্যার নিরিখে মিশনবাবুর জয় শুধু সময়ের অপেক্ষা। বহু বছর পর বরাক উপত্যকার থেকে কেউ রাজ্যসভায় যাচ্ছেন অসম রাজ্যের কোটায়।
সংস্থার সাধারণ সম্পাদক আইনজীবী শুভ্রাজ্যোতি সরকার আরও বলেন, মিশনবাবু রেল যাত্রীদের অসুবিধা-সুবিধা নিয়ে সর্বদা সচেষ্ট ছিলেন এবং এখন সাংসদ হিসেবে আরও সক্রিয় হবেন বলে আশা প্রকাশ করছে সংস্থা।