উত্তর কাঁঠালতলি ছবাহি মক্তবের ১০জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : উত্তরপূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির কর্তৃক পরিচালিত ২০২৪ সালের ছবাহি মক্তব ফাইন‍াল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উত্তর কাঁঠালতলি ছবাহি মক্তবের ১০জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল মসজিদ কর্তৃপক্ষ। শুক্রবার উত্তর কাঁঠালতলি জামে মসজিদে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালন কমিটির সভাপতি মওলানা মুজির উদ্দিনের পৌরোহিত‍্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা ছবাহি মক্তব শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এতে বলা হয় মুসলমানদের ধর্মীয় প্রাথমিক শিক্ষা হচ্ছে ছবাহি মক্তব শিক্ষা। এই শিক্ষা অর্জন করা মুসলমান প্রত‍্যেক নর-নারীর জন‍্য একান্ত অপরিহার্য। কিন্তু বর্তমান সময়ে অনেকেই এই শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন না। এই শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রত‍্যেক পড়ুয়ার অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষা অর্জনের পাশাপাশি অন‍্যান‍্য শিক্ষায় সুশিক্ষিত করে তোলার জন‍্য প্রত‍্যেক অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বক্তারা।

আলোচনা শেষে এদিন কৃতী ১০ পড়ুয়াকে ফুলাম গামছা, ইসলামিক বই, কলম ও শংসাপত্র সহ অন‍্যান‍্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান মসজিদ কর্তৃপক্ষ। পাশাপাশি মসজিদের প্রধান ইমাম ও সহকারি ইমামকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন নাজিয়া বেগম, পাকিজা খানম, সাহিনা ইয়াসমিন, তামান্না ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, মাহমুদুল হাসান, মিছবাহুল হক, ওয়াহিদা বেগম, নাজিমা বেগম, ফাতিমা ইয়াছমিন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন উত্তর কাঁঠালতলি জামে মসজিদের প্রধান ইমাম মওলানা রিয়াজুল হক লস্কর হাফিজাবাদের মওলানা এনামুল হক, আব্দুল মন্নান, মওলানা ইমরান হোসাইন। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ কমিটির সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম। এছাড়া সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন-মাওলানা ওয়ালিউল্লাহ জহিরুল হক, ইজাব উদ্দিন, জহুর উদ্দিন, আব্দুল মালিক, মইন উদ্দিন, হাজি আব্দুল সালাম, সাহাব উদ্দিন, আকবর আলি প্রমুখ।

উত্তর কাঁঠালতলি ছবাহি মক্তবের ১০জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা

Author

Spread the News