সোনাইয়ে গুণগত শিক্ষার উপর সেমিনার বাঁধনের

বরাক তরঙ্গ, ১২ মে : ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার মানসিকতাকে বাড়াতে হবে। রবিবার সোনাই বাঁধন ডেভলাপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও উইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ব্যবস্থাপনায় সেমিনারে এই আহ্বান জানালেন বক্তারা। অধ্যাপক আব্দুল মতিন লস্করের পৌরোহিত্যে এক দিবসীয় সেমিনার আয়োজিত হয় চন্দ্রগিরি ক্লাব। গুণগত শিক্ষার বিকাশে “ছাত্র-শিক্ষক-অভিভাবকের গুরুত্ব কতটুকু” এ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষক রহমত আলি আহমেদ, অধ্যাপিকা ইমরানা বেগম চৌধুরী, মাধবচন্দ্র দাস কলেজের বাংলা বিভাগের প্রধান ড. আব্দুল মতিন লস্কর ও উইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ সোহেল আমিন বিশাল।

সোনাইয়ে গুণগত শিক্ষার উপর সেমিনার বাঁধনের

বক্তারা বলেন, ছাত্র-শিক্ষক-অভিভাবকের মধ্যে যদি আন্তরিক সম্পর্ক গড়ে না ওঠে তাহলে গুণগত শিক্ষার বিকাশ অসম্পূর্ণ থেকে যাবে। বই পড়ার মানসিকতাকে অবশ্যই বাড়াতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। আকরগ্রন্থ পাঠের মানসিকতা দিন দিন হারাচ্ছে ছাত্রছাত্রীরা। অনলাইনকে ইতিবাচক ভাবে নেওয়াটা খুবই জরুরী এবং একই সঙ্গে মোবাইলকেও। এও বলেন, শিক্ষাকে ছাত্রছাত্রীদের কাছে আনন্দদায়ক করে তুলতে হবে এবং শিক্ষা হতে হবে ছাত্রছাত্রী কেন্দ্রিক।

সোনাইয়ে গুণগত শিক্ষার উপর সেমিনার বাঁধনের

এ দিনের অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বাঁধনের পক্ষ থেকে স্বাধীনবাজার হাইস্কুলের শিক্ষক রহমত আলি আহমেদকে সস্মাননা জানানো হয়। গোটা অনুষ্ঠান উপস্থাপনা করেন বাঁধনের সম্পাদিক সুমিতা দাস।

Author

Spread the News