হাইলাকান্দিতে সম্পূর্ণতা অভিযান সমারোহ সম্পন্ন
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : উচ্চাকাঙ্খী হাইলাকান্দি জেলার উৎপাদিত বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ও বাজারজাতকরণের উদ্দেশ্যে পাঁচ দিনব্যাপী আয়োজিত আকাঙ্খা হাট মঙ্গলবার শেষ হয়েছে। হাইলাকান্দি শহরের টাউনহলে আয়োজিত আকাঙ্খা হাটের সমাপ্তি দিনে এই উপলক্ষে সম্পূর্ণতা অভিযান সমারোহের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এই সমারোহে। অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের ২৪ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়। এরমধ্যে ১৬ জন হলেন উচ্চাকাঙ্খী ব্লক হিসেবে ঘোষিত দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ড। বাকি ৮ জন হলেন জেলার বিভিন্ন বিভাগের। ডিডিসি এল্ডাড ফাইরিম এর পৌরোহিত্যে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণে এডিসি অমিত পারবোসা নীতি আয়োগ ঘোষিত উচ্চাকাঙ্খী হাইলাকান্দি জেলার উন্নয়নের বিভিন্ন খতিয়ান তুলে ধরেন।
উল্লেখ্য, পাঁচদিনব্যাপী এই হাটে ২৪টি স্টল তাদের প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র পরিচালনা করে। এতে সাংস্কৃতিক কার্যক্রম ও বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে ২৪ জনকে প্রশাসনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়।