আগামীকাল কাবুগঞ্জে ফাইনাল, প্রস্তুতি সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির খেতাব দখলের শেষ লড়াই আগামীকাল বৃহস্পতিবার। মুখোমুখি হচ্ছে কাইদি এফসি ও ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে অ্যাকাডেমির প্রস্তুতি প্রায় সম্পন্ন।

লক্ষ্মীচরণ হাইস্কুলেট মাঠে আয়োজিত আতাউর রহমান লস্কর ও দেবদত্ত সিনহা স্মৃতি নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে ফাইনালে মুখ্য অতিথির আসনে থাকবেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিশিষ্ট অতিথিরূপে থাকছেন স্থানীয় বিধায়ক নীহাররঞ্জন দাস সহ আরও বিশিষ্টজনেরা।

এদিন বিকেল ২টায় থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের বক্তব্য। বিকালে সাড়ে তিন ফাইনাল খেলা শুরু হবে।

আগামীকাল কাবুগঞ্জে ফাইনাল, প্রস্তুতি সম্পন্ন

উল্লেখ্য, গত পাঁচ বছর থেকে কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজন করে আসছে ফুটবল আসর। সুষ্ঠু ভাবে ফাইনাল সম্পন্ন করতে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটির সভাপতি আলম হোসেন লস্কর এবং সম্পাদক দিবার লস্কর, কোষাধ্যক্ষ জাবির হোসেন লস্কর ও ক্রীড়া সম্পাদক জাফর বড়ভূইয়া।

Spread the News
error: Content is protected !!