এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্যে, সুপ্রিম কোর্টে অভিযোগ

১০ ডিসেম্বর : বিচারপতি হিসাবে তিনি পালন করেন সাংবিধানিক দায়িত্ব। আর এবার খোদ বিচারপতিই বললেন,’ সংখ্যাগরিষ্টদের ইচ্ছাই দেশের আইন’। প্রকাশ্যে এমনই মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব । তা নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। মঙ্গলবার আদালত শুনানির সময় বলেন, ‘বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

উচ্চ আদালত থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বিচারপতি শেখর কুমার যাদবের কাছ থেকে ।’

বলা বাহুল্য, বিচারপতির কথার প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকেই। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। শুধু তাই নয় এই নিয়ে দেশের প্রধানবিচারপতিকেও চিঠি পাঠানো হয়েছে । সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিকে সব ধরনের বিচারিক কাজ থেকে দূরে রাখতে হবে । তবে এই নিয়ে এদিন সুপ্রিম কোর্ট কোন মন্তব্য করেনি।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্যে, সুপ্রিম কোর্টে অভিযোগ
Spread the News
error: Content is protected !!