ক্ষতিপূরণের দাবি এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ৮ জুন : বরাক ও ব্ৰহ্মপুত্র উপত্যকার জৈষ্ঠ মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে রাজ্য সরকারের দৃষ্টি আকৰ্ষণ করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, এবারের বন্যায় ১৪৩৩টি গ্রামের ৫ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্ৰস্ত হয়েছে। বানবিধ্বস্ত জনগণের জন্য উপযুক্ত খাদ্য, বিশুদ্ধ পানীয়জল ও চিকিৎসার সুবন্দোবস্ত করার পাশাপাশি তাদের বসতবাটি, শষ্য ক্ষেত এবং মৎস্য চাষের ফিসারিগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিক ভাবে নিরুপণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্ৰদানের জন্য তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানান। তাছাড়া বন্যার জলে ডুবে ও ভূমিধসে প্ৰাণহানি ঘটা লোকের নিকটাত্মীয়কে ২০ লক্ষ টাকা এককালীন সাহায্য প্রদানের জোরালো দাবি তিনি জানান।

Spread the News
error: Content is protected !!