হাইলাকান্দিতে বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন সম্পন্ন, উন্মোচন স্মরণিকা
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : প্রকাশ্য অধিবেশনের মাধ্যমে সম্পন্ন হল দু’দিনব্যাপী অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন। এই অধিবেশন হাইলাকান্দি জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। রবিবার মধ্যকালীন অধিবেশনের দ্বিতীয় দিন রবীন্দ্র ভবনে প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বার্তালিপি দৈনিক এর সম্পাদক অরিজিৎ আদিত্য। তিনি বক্তব্যে বলেন, সংবাদ জগতের টেকনোলজির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। এই আমূল পরিবর্তনে অর্থাৎ ডিজিটাল দুনিয়ায় প্রতিযোগিতা আরও বেড়ে উঠেছে। পাশাপাশি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ ছাড়া তিনি বলেন, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ বিশ্বাসযোগ্যতা নিয়ে আপস করা হয়। তিনি মাজিতিয়া বিষয়েও উল্লেখ করেন। তিনি বার্তাজীবীর প্রতি সাংবাদিক বা সংবাদ কর্মীদের নিয়ে একটি কর্মশালা করার আহ্বান জানান।
কেন্দ্রীয় সভাপতি মধূসুদন মেধির পৌরোহিত্য অধিবেশনে বক্তব্য রাখেন হাইলাকান্দি রেডক্রসের চেয়ারম্যান প্রেমাংশুশেখর পাল, সাধারন সম্পাদক মুকুটরাজ শর্মা, কোষাধ্যক্ষ নবনীতা কলিতা, রাজ্য জনজাতি মোর্চার চেয়ারপার্সন মুন স্বর্ণকার, প্রাক্তন বিধায়ক রাহুল রায়, সমাজকর্মী কবীর হুসেন প্রমুখ। অধিবেশনে হাইলাকান্দি জেলা ও কেন্দ্রীয় কমিটির দু’টি স্মরণিকা উন্মোচন হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি অনিন্দ নাথ।
অধিবেশনের মঞ্চে ছিলেন বরাকবঙ্গের কর্মকর্তা সুদর্শন ভট্টাচার্য, দুই বিশিষ্ট নাগরিক নারায়ণ দেবনাথ ও কল্লোল চৌধুরী, সংঘের কর্মকর্তা হেমন্ত বরফুকন, ভাস্কর শর্মা, অশ্বিনীকুমার জোয়ালা, প্রশান্ত বর, সোনাধর ডেকা, রাহুল চক্রবর্তী প্রমুখ।