কলেজ ছাত্রী নন্দিতা হত্যাকারী মিন্টু শর্মাকে মৃত্যুদণ্ড, রায়দান আদালতের

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : ধেমাজির মোরিধল মহাবিদ্যালয়ের ছাত্রী নন্দিতা শইকিয়ার নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করা হল। হত্যাকারী রিন্টু শর্মাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ধেমাজি জেলা সেশন বিচারকের আদালত। মোট ৪১ জন সাক্ষীর জবানবন্দির পর দীর্ঘ ৪ বছর পর এই মামলার রায় দেওয়া হল।

উল্লেখ্য, চার বছর আগে আজকের ২১ আগস্টের দিনেই মোরিধল মহাবিদ্যালয়ের ছাত্রী নন্দিতা শইকিয়াকে কলেজের সহকারী লাইব্রেরিয়ান রিন্টু শর্মা প্রকাশ্যে দা দিয়ে আঘাত করে হত্যা করেছিল। নন্দিতাকে বাঁচাতে এগিয়ে আসা তার বান্ধবী কাশ্মীনা দত্ত এবং কাশ্মীনার বাবা দেব দত্তও গুরুতরভাবে আহত হয়েছিলেন।

ঘটনার পরপরই পুলিশ রিন্টুকে গ্রেফতার করে। মামলাটির তদন্ত শেষে পুলিশ প্রায় ৪০০ পাতার চার্জশিট দাখিল করে। দীর্ঘ চার বছরের বিচার শেষে ধেমাজি থানায় রুজু হওয়া ৩৯৭/২০২১ নং মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩২৬, ৩০৭ এবং ৩০২ ধারায় দোষী সাব্যস্ত হয় রিন্টু শর্মা। মামলায় মোট ৪১ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

Spread the News
error: Content is protected !!