কো-এডুকেশন চালু হচ্ছে হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়েল স্কুলে

বরাক তরঙ্গ, ৪ মার্চ : শেষ পর্যন্ত রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষা বর্ষ অর্থাৎ আগামী এপ্রিল মাস থেকে ছাত্রী ভর্তি শুরু হচ্ছে। তাই এখন শুধু মাত্রই বালক বিদ্যালয় রইল না হাইলাকান্দির ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া ম্যামরিয়েল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি। কো-এডুকেশন চালু হচ্ছে। যদিও গত শিক্ষা বর্ষ থেকেই চালু করার জন্য নির্দেশ ছিল। কিন্তু আনুসাঙ্গিক অসম্পূর্ণ কাজ থেকে যাওয়ার জন্য পরবর্তী শিক্ষা বর্ষ থেকেই স্কুলে ছাত্রীদের ভর্তি করা হবে বলে জানালেন বর্তমান অধ্যক্ষ রাজ্যশ্রী সরকার।

২০২৫-২৬ শিক্ষা বর্ষ থেকে শুরু ছাত্রী ভর্তি  : অধ্যক্ষ

হাইলাকান্দি জেলায় উচ্চ শিক্ষা প্রসারিত করার জন্য ১৯০৩ সালে গঠিত হয়েছিল সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়েল হাইস্কুল। পরবর্তীতে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নত হলে ও নিয়মিত ছাত্র সংখ্যা হ্রাস পেতে থাকে। হাইলাকান্দি শহরে মাঝখানে ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার স্মৃতি বহনকারী এই বিদ্যালয়টির ছাত্র সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কারণ ছিল সরকারি কাজে স্কুলের ব্যবহার।পাশাপাশি পুরাতন বিল্ডিং গুলো ও উন্নতির প্রয়োজন ছিল। কিন্তু এখন ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাচ্ছে তাই আগামী শিক্ষা বর্ষ থেকেই ছাত্রী ভর্তি শুরু করতে চাইছে স্কুল কর্তৃপক্ষ।
মূলত ২০২৩ সালেই শিক্ষা বিভাগ থেকে সরকারি এই নির্দেশ চলে আসে। কিন্তু ছাত্রী শৌচাগার সহ আনুসাঙ্গিক বিভিন্ন বিষয়ে কিছুটা অসুবিধা থাকার জন্য গত শিক্ষা বর্ষে ছাত্রী ভর্তি সম্ভব হয়নি বলে জানান স্কুলের বর্তমান অধ্যক্ষ রাজ্যশ্রী সরকার।

মঙ্গলবার পরবর্তী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিদ্যালয় পরিচালনা সমিতির সভানেত্রী চন্দ্রা দাসের পৌরহিত্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের প্রাক্তনী সংস্থার সদস্য সহ শিক্ষক শিক্ষিকা রা উপস্থিত ছিলেন। সভার শুরুতে অধ্যক্ষ রাজ্যশ্রী সরকার বলেন, আগামীবশিক্ষা বর্ষ থেকে ছাত্রী ভর্তি শুরু হবে। তা এজন্য বিভিন্ন বিষয়ের  উপর সিদ্ধান্ত গ্রহণ করতে গত ১৩ ফেব্রুয়ারি স্কুল সমূহের পরিদর্শক তাপস দত্ত নির্দেশ দিয়েছিলেন।এমর্মে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় জানান জন্য স্কুল পরিদর্শককে স্কুল অধ্যক্ষ চিঠি পাঠিয়েছিলেন। তাই এই দিন এক জরুরি সভা ডেকে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে তা সবার সম্মিলিত সিদ্ধান্তে স্থির করা হয়েছে। সভা শেষে অধ্যক্ষ রাজ্যশ্রী সরকার সাংবাদিকদের জানান, ১২০ বছর পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন পর্যন্ত শুধু ছেলেরাই পড়ার সুযোগ পেত।কিন্তু এখন সরকার কো-এডুকেশন চালু করার নির্দেশ দিয়েছে। এজন্য সমগ্র শিক্ষার অর্থানুকুল্যে মেয়েদের  শৌচাগারও তৈরি হয়ে গেছে। তাছাড়া স্কুলে সিসি টিভি ও লাগানো হবে।  তাছাড়া প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে নতুন স্কুলগৃহ তৈরির কাজও জোর গতিতে চলছে। যা আগামী বছরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। তাই আপাতত সীমিত সংখ্যক ছাত্রী ভর্তি করা হবে। অন্যথায় ক্লাশ রুমের অসুবিধা হবে বলে তিনি জানান। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাশ চালু থাকবে। এক্ষেত্রে এলপি স্কুলের ছাত্রছাত্রীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণরা নবম শ্রেণিতে এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এছাড়াও ভ্যকেশ্যনাল কোর্স ও চালু হবে।

কো-এডুকেশন চালু হচ্ছে হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়েল স্কুলে

পরিচালনা সমিতির সভানেত্রী চন্দ্রা দাস সরকারের এধরণের পদক্ষেপের সাধুবাদ জানিয়ে ছাত্রী ভর্তির সিদ্ধান্তের স্বাগত জানান। পাশাপাশি প্রাক্তনী সংস্থার কার্যকরী সদস্য নবজিৎ গুপ্ত (গৌতম), শংকর চৌধুরী প্রমুখ ভিক্টোরিয়া মেমোরিয়েল স্কুলের আরও উন্নতি কামনা করে প্রাক্তন ছাত্রদের স্কুলটির উন্নয়নে এগিয়ে আসতে আহ্বান জানান। সভায় শিক্ষক শিক্ষিকা রা বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।

এদিকে, এই স্কুলে কো-এডুকেশন চালুর পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করার জন্য ও একাংশ প্রাক্তনী মনে করেন। তাতে করে হয়তো স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে।আপাতত মেয়েদের জন্য ভর্তি সুবিধা থাকবে।তবে প্রথম বছর সীমিত সংখ্যা থাকলে ও স্কুল গৃহ তৈরী হয়ে গেলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিদ্যালয় পরিচালনা সমিতি।

Author

Spread the News