কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে উত্তাল শ্রীভূমি শহর

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৭ জন নিরীহ পর্যটকের নির্মম হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি শহর। বুধবার সন্ধ্যা শ্রীভূমি করিমগঞ্জ কলেজ মাঠ থেকে হিন্দুরক্ষী দলের আহ্বানে এক প্রতিবাদ মিছিলের সূচনা হয়।

দলের কর্মকর্তারা উর্ধ্বলোম্গভাবে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে এসে মিছিলের সমাপ্তি ঘটান। মিছিল চলাকালীন দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ধ্বনি তোলে শহরবাসী।

অন্যদিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) পাকিস্তানের জাতীয় পতাকা ও হামলায় যুক্ত চার জঙ্গির কুশপুতুল দাহ করে তাদের প্রতিবাদ জানান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক শীর্ষ কর্মকর্তা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই বর্বরোচিত হামলা প্রমাণ করে, জঙ্গিরা এখনও সক্রিয় এবং নিরীহ নাগরিকদের উপর আঘাত হানতেই তাদের মূল লক্ষ্য। আমাদের সরকারের উচিত কঠোর প্রতিক্রিয়া দেখানো এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া।

কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে উত্তাল শ্রীভূমি শহর
Spread the News
error: Content is protected !!