নারী দিবসে চারজনকে ‘মহিলা গরিমা সম্মাননা’ পদক প্রদান নাগরিক সংসদের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হল। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সাংসদের ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজসেবী চারজন মহিলাকে ‘মহিলা গরিমা সম্মাননা’ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত হলেন সুচিত্রা দেব, লাভলি চক্রবর্তী, কৃষ্ণা দে ও মধুমিতা পাল।

এ দিনের অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল, “নারীশক্তি : শুধু কথায় নয় ,কাজে গতি আরও ত্বরান্বিত করতে হবে।” বিষয়ের উপর বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, অধ্যাপক সুব্রত দেব, সুব্রত চক্রবর্তী, নবীনা সুলতানা মজুমদার, দেবলীনা রায়, অরুন্ধতী গুপ্ত, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, পলি ভট্টাচার্য, অলকা দেব, প্রিয়াঙ্কা চৌধুরী, সোনালী বণিক প্রমুখ।সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনন্যা রায়বর্মণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী, সাংবাদিক সুদীপ সিং সহ বিভিন্ন মহিলা সংগঠনের সদস্যরা।

নারী দিবসে চারজনকে 'মহিলা গরিমা সম্মাননা' পদক প্রদান নাগরিক সংসদের

Author

Spread the News