হাইলাকান্দিতে নাগরিক শ্রদ্ধাঞ্জলি ফ্রেন্ডস ফরএভারের

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : হাইলাকান্দিতে নাগরিক শ্রদ্ধাঞ্জলি আয়োজনে ফ্রেন্ডস ফরএভার সোমবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরের জুবিন অনুরাগীরা রাজপথে নেমে শ্রদ্ধাঞ্জলি জানালেন জুবিন গর্গকে। অসমের সঙ্গীতশিল্পী,‌ সঙ্গীতের যাদুঘর, চলচ্চিত্র পরিচালক, হার্টথ্রব জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানালো হাইলাকান্দির ক্লাব ফ্রেন্ডস ফরএভার। সোমবার রাত সাতটায় শহরের নেতাজি সুভাষ বসু রোটারি পয়েন্টে জুবিন গার্গের বিশাল প্রতিচ্ছবি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করে ক্লাব ফ্রেন্ডস ফরএভার। জুবিন গার্গের প্রতিচ্ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন, পুলিশ সুপার অমিতাভ সিনহা, দুই অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারবোসা ও লালরহুলু খাঙতে, পুরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, প্রদেশ বিজেপির উপ-সভানেত্রী মুন স্বর্ণকার, দলের জেলা মিডিয়া সেলের ইনচার্জ গৌতম গুপ্ত, অসম সাহিত্য সভার শিলচর আঞ্চলিকের সাংগঠনিক সম্পাদক সন্দীপন পাল, ক্লাব ফ্রেন্ডস ফরএভার-এর কর্মকর্তা অমর জ্যোতি দেব, অসম সাহিত্য সভার কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য অনিন্দ্যকুমার নাথ, সাংস্কৃতিক কর্মী তথা রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি শঙ্কর চৌধুরী, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য, সাংবাদিক তিলকরঞ্জন দাস সহ ক্লাব ফ্রেন্ডস ফরএভারের সব সদস্য, স্থানীয় নাগরিক, দোকানি, পথচারীরা।

হাইলাকান্দিতে নাগরিক শ্রদ্ধাঞ্জলি ফ্রেন্ডস ফরএভারের

পরে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগে কর্মরত ব্রহ্মপুত্র উপত্যকার যুবকরা কয়েকটি গান গেয়ে শোনান। স্থানীয় যুবক সৌরভ শর্মা মজুমদার জুবিন গর্গের কয়েকটি বাংলা গান গেয়ে শোনান। জুবিন গর্গের উদ্যেশ্যে একটি কবিতা পাঠ করেন অনুষ্ঠানের পরিচালক তিলকরঞ্জন দাস।।

Spread the News
error: Content is protected !!