চিত্তরঞ্জন এভিনিউ পোস্ট অফিসটি আচমকা বন্ধের প্রতিবাদে সরব স্থানীয়রা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : চিত্তরঞ্জন এভিনিউ পোস্ট অফিসটি আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে একাংশ গ্রাহকেরা ডাকসেবা বিভাগের কাছাড় সুপারিন্টেন্ডেন্টের হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে পুনঃস্থাপনের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করলেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে নিউ শিলচর এলাকার এনএস এভিনিউর ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাক সেবা বিভাগের কার্যালয়টিকে আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে শিলচর ট্যাঙ্ক রোড স্থিত কাছাড় জেলা ডাক সেবা বিভাগের কার্যালয়ে একাংশ গ্রাহকেরা উপস্থিত হয়ে জনস্বার্থে সেই ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাক সেবা কার্যালয়টি পুনঃস্থাপনের দাবিতে ডাক সেবা বিভাগের জেলা সুপারিনটেন্টডেন্ট দীপজ্যোতি গাঙ্গুলির হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তব্যে উপস্থিত প্রাক্তন পুর কমিশনার তথা এই ন্যাশনাল হাইওয়ে রোডের ডাক সেবা বিভাগের একজন গ্ৰাহক হিসেবে বলেন, অত্যন্ত দুঃখের বিষয় চিত্তরঞ্জন এভিনিউতে দীর্ঘদিনের সাব পোস্ট অফিসটি আচমকাভাবে বন্ধ করে দেওয়া হয়, অথচ বিভাগীয় কর্তৃপক্ষরা গ্রাহকদের না জানিয়ে বা অফিসটিতে কোনো ধরনের নোটিশ না টাঙ্গিয়ে বন্ধ করে দেন, এই সিদ্ধান্তর ফলে এলাকাবাসী ও গ্ৰাহকেরা হতাশ হয়ে পড়েন এবং অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি নিয়ে রাজ্যসভা সদস্য কণাদ পুরকায়স্থকে একটি ছাড়পত্র প্রেরণ করেন এলাকাবাসীর পক্ষ থেকে সাধনবাবু।
তিনি আরও জানান, সাংসদ কণাদ পুরকায়স্থ স্মারকপত্রটি পেয়ে সঙ্গে সঙ্গে তিনি পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে কথা বলেন ও অভিলম্বে এই পোস্ট অফিসের কাজকর্ম বহাল রাখার নির্দেশ দেন, তা না হলে তিনি বিভাগীয় মন্ত্রী সঙ্গে দেখা করে এ ব্যাপারে বিহীত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলেন।
এদিকে, ডাক সেবা বিভাগের চিত্তরঞ্জন এভিনিউ সহ মধুরবন্দ, দেওয়ানজি বাজার পোস্ট অফিস গুলো একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীহারেন্দ্র পুরকায়স্থ, সাবিত্রী দে, অঞ্জনা নাথ, সুচিত্রা সরকার, জবা পাল, মৌসুমী নন্দী, দিবাকর পাল, আজমল হোসেন চৌধুরী, বিশ্বজিৎ গোস্বামী সহ অন্যান্যরা।